আমাদের কথা

নকশা জীবনের সাথে জড়িয়ে আছে। জীবনই নকশা নাকি নকশায় জীবন তা বেশ দোটানাই ফেলে দেয়। তবুও আমরা “নকশায় জীবন” নামটি বেছে নিয়েছি। আশা করছি বিজ্ঞাপন জগতে আমরা জীবনের নকশা উন্মোচন করতে আধুনিক মাধ্যম ব্যবহারে সচেষ্ট থাকবো। সভ্যতার শুরু থেকে আজ অবধি জীবনের রহস্য উন্মোচন করতে মানব জীবন বহমান নদীর ¯স্রোতের মতো বহে চলেছে অবিরাম। এ যেন মহাকালের শূণ্যতার আকাশে সংখ্যাহীন কাটাময় ঘড়ি। টিক টিক করে বেড়ে চলেছে। আমরাও সময়ের ধারাবাহিকতায় বেড়ে উঠতে চাই। বিজ্ঞাপন, শিল্প, যোগাযোগ, ব্র্যান্ডিং ইত্যাদি… আমরা কথা বলতে চাই মানুষের জন্য। কারন মানুষই সকল কিছুর উপরে। আমরা আমাদের কাজে কিছুটা রাজনীতি সচেতন হতে চাই। কারন আমরা মনে করি আমরা যে যেই অবস্থানে থাকিনা কেন আমরা কেউ রাজনীতির বাইরে নই। রাজনীতি আমাদের নানাভাবে নিয়ন্ত্রন করে। তাই আমাদের কথা বলতে হবে। কথা না বললে রাজনীতি আমাদের আরো বেশি গ্রাস করে নেবে। নাম নির্বাচনের ক্ষেত্রে আমরা বাংলা নাম বেছে নিয়েছি। কারন বাংলা আমাদের রক্তে মিশে রয়েছে। প্রথাগত ফন্ট না নিয়ে হাতে লেখা নকশায় জীবন বেছে নেওয়া হয়েছে। এটা আমাদের কাছে জীবনের বেশী কাছাকাছি মনে হয়েছে।

1 thought on “আমাদের কথা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top